ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারোলো পাকিস্তান। আর এরই সঙ্গে ১-০ তে এগিয়ে গেল দলটি।



স্কোর: পাকিস্তান, ৪৫৪ ও ২৮৬/২ ডিক্লেয়ার।
অস্ট্রেলিয়া, ৩০৩ ও ২১৬(৯১.১ ওভার)

আগের দিন পাকিস্তানের দেয়া ৪৩৮ রানের লক্ষে খেলতে পঞ্চমদিন চা-বিরতির পর ২১৬ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে অসিরা। চতুর্থ দিনের ৫৪ রানে চার উইকেট হারানো দলটির এদিন বাকি উইকেটের পতন হয়।

দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে ৬১ রান করা মিচেল জনসনের ব্যাট থেকে। এছাড়া ৫৫ রান আসে স্টেভেন স্মিথের ব্যাট থেকে।

মুলত পাকিস্তানের স্পিনারদের কাছেই শেষ হয় অসিদের ইনিংস। জুলফিকার বাবর প্রথম ইনিয়ংসে দুই উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচটি উইকেট। আর লেগ স্পিনার ইয়াসির শাহও দুই ইনিংস মিলে পেয়েছেন সাত উইকেট।

দুই ইনিংসে শতক হাকানো ইউনুস খান হন ম্যান অব দ্যা ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।