ঢাকা: তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দ.আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হারা অজিরা এদিন ৪৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয়।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। তবে অধিনায়ক জেপি ডুমিনির এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন স্বাগতিক বোলাররা। এদিন অজি বোলারদের বোলিং তান্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারি ব্যাটসম্যানরা।
তবে একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরা ডুমিনিও বেশি দুর এগোতো পারেনি। তিনি ৫১ বলে তিন চার ও এক ছয়ে ৪৯ রানে জেমস ফল্কনারের বলে আউট হয়ে প্যাভিলিওনের পথ ধরেন। শেষ পর্যন্ত দলটি নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১০১ রান করে। অজিদের হয়ে তিনটি উইকেট পান ফল্কনার। আর ম্যাচ সেরা হওয়া ক্যামেরুন বয়েস চার ওভারে ১৫ রানের বিনিময় দুটি উইকেট পান।
পরে ১০২ রানের লক্ষে ব্যাটিং কেরতে নেমে ১২.২ ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি ৩০ বলে আটটি চারের সাহায্যে এই ইনিংসটি খেলে অপরাজিত থাকেন। এছাড়া ৩০ রান আসে শেন ওয়াটসনের ব্যাট থেকে।
আগামী নয় নভেম্বর সিডনীতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৪