ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ফিক্সিংয়ের নিষিদ্ধ ক্রিকেটাররা ফিরবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, নভেম্বর ১০, ২০১৪
ফিক্সিংয়ের নিষিদ্ধ ক্রিকেটাররা ফিরবেন

ঢাকা: সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড ও আইসিসির অনুমতি নিয়ে স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ থাকা ক্রিকেটাররা ঘরোয়া লিগে ফিরতে পারবেন। সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।



স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দের দ্রুত ঘরোয়া আসরে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছে আইসিসি। তবে, আইসিসি থেকে জানানো হয়েছে, এজন্য নিষিদ্ধ থাকা ক্রিকেটারদের কিছু নিয়মের ভিতর দিয়ে যেতে হবে।

ফিক্সিংয়ের এ সংশোধনী নিয়ে আগেই আলোচনা করেছিলেন আইসিসির প্রধান কার্যনির্বাহী ডেভিড রিচার্ডসন।

২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং এর জন্য বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন পাকিস্তানের তিন খেলোয়াড়। তারা হলেন মোহাম্মদ আমির, সালমান বাট এবং মোহাম্মদ আসিফ।

এছাড়াও বেশ কিছু ভারতীয় ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলের) আসরে নিষিদ্ধ হয়েছিলেন। আর এসব নিষিদ্ধ খেলোয়াড়দের সংশোধন করে খেলার মাঠে দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে আইসিসি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ