ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব এবার টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
সাকিব এবার  টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে প্রথম স্থান দখল করেছেন বালাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। টেস্ট অলরাউন্ডারের তালিকায়ও প্রথম স্থানে আছেন সাকিব।



টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৩৭৮ রেটিং পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠে এসেছেন সাকিব। সাকিবের পরেই আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তিনি ৩৬৪ রেটিং পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। ৩২৭ রেটিং পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

উল্লেখ্য যে, আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়েও ৩৯৮ রেটিং পয়েন্ট পেয়ে সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব। সদ্য শেষ হওয়া জিম্বাব‍ুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার নৈপুণ্যে শীর্ষ টেস্ট অলরাউন্ডারের অবস্থানটা পুণরুদ্ধার করেছেন সাকিব। ৩৫৭ পয়েন্ট পেয়ে দুইয়ে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে ওডিআই অলরাউন্ডারের তালিকায় ৪০৩ রেটিং পেয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব। ৪২৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।

বাংরাদেশ সময়: ০৯৫০ ঘন্টা, ০৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।