ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজে সমতা আনলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
সিরিজে সমতা আনলো নিউজিল্যান্ড সংগৃহীত

ঢাকা: কেন উইলিয়ামসনের অপরাজিত ৭০ রানের উপর ভর করে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিতে ১-১ এ সমতা আনলো নিউজিল্যান্ড। শারজায় অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাট করা পাকিস্তানের ২৫২ রানের জবাবে ২৪ বল বাকি থাকতে চার উইকেটে হারিয়ে জয় পায় কিউইরা।



এ জয়ের ফলে শারজায় পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচে প্রথম জয় তুলে নিল নিউজিল্যান্ড। জয়ের লক্ষে খেলতে নেমে ডিন ব্রাউনলি ও অ্যান্টন ডেভিচিচের উদ্ভোধনী ব্যাটিংয়েই মুলত জয়ের ভিত গড়ে কিউইরা। ওপেনিং জুটিতে ১৮.২ ওভারে ‍আসে ১০৩ রান।

শহীদ আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে ব্রাউনলি করেন ৪৭ রান। তবে রান আউটের শিকার হওয়া ডেভিচিচের ব্যাট থেকে আসে ৫৮ রান। আর শেষ দিকে অধিনায়ক উইলিয়ামসনের দৃড় ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌছে যায় দলটি। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট পেয়েছেন হারিস সোহেল।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় এক রানে এক উইকেট হারানো দলটি ২০ রানে হারায় তিন উইকেট হারায়। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন মোহাম্মদ হাফিজ।

ব্যাক্তিগত ৭৬ রানে আউট হন হাফিজ। তবে সোহেল, মিসবাহ উল হক ও আফ্রিদির ছোট ছোট ইনিংসের উপর ভর করে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান করেন পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট পান ম্যাথিউ জেমস হেনরি।

ম্যাচ সেরা হয়েছেন উইলিয়ামসন। আগামী ১৪ ডিসেম্বর একই মাঠে দু’দলের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।