ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাজে পারফর্মের কারণে অধিনায়কত্ব হারালেন কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
বাজে পারফর্মের কারণে অধিনায়কত্ব হারালেন কুক অ্যালিস্টার কুক

ঢাকা: বাজে পারফরম্যান্সের কারণে একদিনের ক্রিকেটে ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্ব হারালেন অ্যালিস্টার কুক। তবে এ রিপোর্টের ব্যাপারে এখনও শতভাগ নিশ্চিত করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আর ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিতে পারেন ইয়ন মরগান।

২৯ বছর বয়সি কুক ওয়ানডে ক্রিকেটে বেশ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছে। তিনি তার সর্বশেষ ২২ ইনিংসে মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছেন। আর এই বাঁ-হাতি ওপেনারের নেতৃত্বেই ইংল্যান্ড সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ৫-২ ব্যবধানে ওডিআই সিরিজ হারে।

কুক এখন পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৩৬.৪০ গড়ে পাঁচটি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরি সহ মোট ৩২০৪ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।