ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কিউইদের বিপক্ষে ব্যাকফুটে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
কিউইদের বিপক্ষে ব্যাকফুটে শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রাইচচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টর দ্বিতীয় দিন শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক ব্র্যান্ডর ম্যাকালামের ১৯৫ রানের উপর ভর করে কিউইদের করা প্রথম ইনিংসে ৪৪১ রানের জবাবে বোল্ট, ওয়েঙ্গারদের বোলিং তোপে ১৩৮ রানেই গুটিয়ে যায় সফরকারিদের ইনিংস।



তবে ফলোঅনে পড়া লঙ্কানরা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ঘুড়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৮৪ রান। তবে এখনও ২১৯ রানে পিছিয়ে আছে দলটি।

এদিকে আগের দিনে ৪২৯ রানে সাত উইকেট হারিয়ে দিন শেষ করা নিউজিল্যান্ড এদিন ১২ রান তুলতেই বাকি তিন উইকেট হারায়।

তবে লঙ্কানরা ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। তবে বাকি ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছাতে না পারলে ফলোঅনে পড়তে হয় দলটিকে।

কিউইদের হয়ে তিনটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়েঙ্গার এছাড়া দুটি করে উইকেট নেন টিম সাউদি ও জিমি নিশাম।

এদিকে দ্বিতীয় ইনিংসে নেমে সাবধানে ব্যাটিং করে লঙ্কান ওপেনাররা। দিমুথ করুনারত্নে ৪৯ ও কুশাল সিলভা ৩৩ রানে দিন শেষ করেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।