ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

রিশাদের ৫ উইকেটে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, অক্টোবর ১৮, ২০২৫
রিশাদের ৫ উইকেটে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশকে দেওয়া ২০৮ রানের সহজ লক্ষ্যও কঠিন হয়ে উঠেছে রিশাদ হোসেনের ঘূর্ণিতে। একাই ৫ উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই লেগ স্পিনার।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোভাবেই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ব্র্যান্ডন কিং ও অ্যালিক আথানাজে মিলে দলকে এনে দেন ৫০ রানের শক্ত ভিত। কিন্তু এরপরই ঘূর্ণির জালে বন্দী হয় ক্যারিবীয় ব্যাটাররা। এক রিশাদ হোসেনেই যেন শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ।

রিশাদ নিজের প্রথম স্পেলেই একে একে তুলে নেন ব্র্যান্ডন কিং (৪৪), আথানাজে (২৭), কেসি কার্টি (৯), রাদারফোর্ড (০) এবং রস্টন চেজকে (৬)।

রিশাদের ঘূর্ণির সামনে কোনো সমাধান খুঁজে পাননি ক্যারিবীয় ব্যাটাররা। এক পর্যায়ে ৫ ওভারে ৪ রানের মধ্যে হারিয়ে ফেলে ৪টি উইকেট। ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি অধিনায়ক শাই হোপও, ২০ বলে ৮ রানে অপরাজিত আছেন তিনি।

২৯.৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০৭, ৬ উইকেটের বিনিময়ে। এখনও ১০১ রান দরকার জয়ের জন্য, হাতে মাত্র ৪ উইকেট।  

বাংলাদেশের হয়ে অন্যান্য বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ৭ ওভারে ১২ রান দিয়ে দুর্দান্ত নিয়ন্ত্রণে রাখেন রানরেট। সাথে পান ১ উইকেটও।

এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে অলআউট হয় ২০৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে গুডাকেশ মটি ও রোমারিও শেপার্ড নেন ২টি করে উইকেট।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।