ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে দেখা গেল পরিচিত দৃশ্য। ব্যাটিং লাইনআপের টপ অর্ডার আবারও বিপর্যয়ের মুখোমুখি হলো।
মিরপুরে ডে-নাইট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ে পাঠানোর পর শুরু থেকেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার সাইফ হাসান (৩) এবং পরের ওভারে সৌম্য সরকার (৪) আউট হলে শুরু হয় বিপর্যয়।
এরপর ম্যাচের ২২.১ ওভারে তৃতীয় উইকেট হারিয়ে গেলে (নাজমুল হোসেন শান্ত ৩২) মনে হচ্ছিল বাংলাদেশ আবারও দ্রুত হতাশার দিকে যাচ্ছে।
শান্ত আউট হওয়ার আগে নির্ভরযোগ্য ব্যাটার তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়েন। শান্ত আউট হওয়ার আগে দলীয় স্কোর ছিল ৭৯। অন্যপ্রান্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিফটি তুলে নেন হৃদয়। মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দলকে টেনে নিচ্ছিলেন তিনি।
কিন্তু ৯০ বলে ৫১ রানের ইনিংস খেলে বিদায় নেন হৃদয়। সেখান থেকে অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেদী হাসান মিরাজ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করছেন। কিন্তু রানের গতি বাড়েনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৭ রান।
এফবি/এমএইচএম