ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

২ জানুয়ারি ফিটনেস রিপোর্ট

এক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
এক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা মিনহাজুল আবেদীন নান্নু / ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ২ জানুয়ারির মধ্যেই জাতীয় ক্রিকেট‍ারদের ফিটনেস প্রতিবেদন হাতে পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি। আর এ প্রতিবেদন পাওয়ার পরই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।



রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নান্নু জানান, ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল ঘোষণার জন্য ফিটনেস প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করছে নির্বাচক কমিটি। ২ জানুয়ারি এ প্রতিবেদন হাতে আসবে। তারপরই চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

নিয়ম অনুযায়ী ৭ জানুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণার কথা বিসিবির।

নান্ন‍ু ইঙ্গিত দেন, যেসব ক্রিকেটারের দল জাতীয় লিগে খেলতে পারেননি তা‍রাও নির্বাচকদের বিবেচনায় রয়েছেন। সেক্ষেত্রে বিশ্বকাপের দলে ঢোকার সম্ভাবনা রয়েছে জুবায়ের হোসেন লিখন, আরাফাত সানি ও ইমরুল কায়েসদের।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।