ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন মিশনে ডেভ হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
নতুন মিশনে ডেভ হোয়াটমোর ডেভ হোয়াটমোর

ঢাকা: জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। আর এর মধ্যদিয়েই নন-এশিয়ান কোনো দেশের কোচিং দায়িত্ব পালন করবেন তিনি।



জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন বিশ্বকাপ দিয়েই হোয়াটমোর শুরু করবেন তার নতুন মিশন।

এর আগে হোয়াটমোর শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশকে কোচিং করিয়েছেন। লংকানদের ১৯৯৬ সালে জিতিয়েছেন বিশ্বকাপ। পাকিস্তান ক্রিকেটকেও তুলে দিয়েছেন অনন্য এক উচ্চতায়। ২০১২ সালে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে উঠানো ছাড়াও তিনি দলটিকে ফিরিয়ে দিয়েছিলেন ক্রিকেট প্রাণ। আর বাংলাদেশের ক্রিকেটকেই পাল্টে দিয়েছিলেন হোয়াটমোর।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া জিম্বাবুয়ের কোচ স্টিফেন ম্যানগোনগোকে বরখাস্ত করে দেশটির ক্রিকেট বোর্ড। এরপরই নতুন কোচের দিকে হাত বাড়ায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

ব্যাটিং কোচ হোয়াটমোরের সঙ্গে জিম্বাবুয়ে বোলারদের নিয়ে কাজ করবেন দগলাস হন্ডো।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।