ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে জবাবের ইঙ্গিত ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
ব্যাটিংয়ে জবাবের ইঙ্গিত ক্যারিবীয়দের ছবি: সংগৃহীত

ঢাকা: স্যার ভিভিয়ান রিচার্ডস ট্রফির দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে আছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

প্রোটিয়াদের  প্রথম ইনিংসে করা ৪১৭ রানের জবাবে দুই উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা।



আগের দিনের ৩ উইকেটে ২৮৯ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তোলে ৪১৭ রান। এরপর ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দলের হয়ে শতক হাঁকান ডিন এলগার এবং ফাফ ডু প্লেসিস। ওপেনার এলগার করেন ১২১ রান। আর ডু প্লেসিস করেন ১০৩ রান।

শেষ দিকে ব্যাটিংয়ে নামা প্রোটিয়া পেসার ডেল স্টেইন করেন ৫৮ রান। মাত্র ২৮ বলে ৬টি চার আর ৫টি ছক্কার বিনিময়ে স্টেইন তার ইনিংসটি সাজান। অভিষিক্ত প্রথম কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যান ব্রাভুমা মাত্র ১০ রান করেই সাজঘরে ফেরেন।

তৃতীয় দিন ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট অপরাজিত আছেন ৬৫ রানে। চতুর্থ দিন তাকে সঙ্গ দিতে মাঠে নামবেন আরেক অপরাজিত ব্যাটসম্যান  মারলন স্যামুয়েলস। স্যামুয়েলস ৬০ রানে অপরাজিত রয়েছেন।

এছাড়া ক্যারিবীয়দের হয়ে ওপেনার ডেভন স্মিথ ২২ ও লিওন জনসন শুন্য রানেই সাজঘরে ফেরেন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।