ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিডনি টেস্টে অজি স্কোয়াডে আগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
সিডনি টেস্টে অজি স্কোয়াডে আগার অ্যাস্টন আগার / ছবি : সংগৃহীত

ঢাকা: দলের স্পিন শক্তি বাড়াতে ভারতের বিপক্ষে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ান নির্বাচকরা দলে নিয়েছে ২১ বছর বয়সি অর্থাডক্স স্পিনার অ্যাস্টন আগারকে। আর দলে থাকছেন নিয়মিত স্পিনার নাথান লিওন।



আগার এর আগে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে দুই টেস্ট খেলার পর আর কোন ম্যাচে মাঠে নামেন নি। তবে সে সিরিজে বল হাতে তেমন কোন সাফল্য না পেলেও ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

চার ম্যাচ সিরিজে ইতিমধ্যে অজিরা ২-০ তে এগিয়ে আছে। প্রথম দুই টেস্ট স্মিথ, ওয়াটসনরা জিতলেও মেলবোর্ন টেস্ট ধোনি বাহিনী ড্র করতে সমর্থ হয়। আগামী ছয় জানুয়ারী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলতে নামবে দু’দল।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।