ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

শ্রীলঙ্কার বিশ্বকাপ প্রস্তুতিতে হতাশ জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
শ্রীলঙ্কার বিশ্বকাপ প্রস্তুতিতে হতাশ জয়সুরিয়া সনাৎ জয়সুরিয়া

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওডিআই সিরিজ খেলছে শ্রীলঙ্কা। তবে, এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

চার ম্যাচেই হেরেছে লঙ্কানরা। এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল সাঙ্গাকারা-ম্যাথুজরা। দলের এ পারফরমেন্সে হতাশা ব্যক্ত করেছেন লঙ্কান দলের প্রধান নির্বাচক সনাৎ জয়সুরিয়া।

জয়সুরিয়া বলেন, ‘আমি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতে মোটেই সন্তুষ্ট নই। তবে, নিউজিল্যান্ডের মাটিতে খেলে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে শ্রীলঙ্কা। কিন্তু তারা প্রতিনিয়ত হেরেই চলেছে। বিশ্বকাপ শুরুর আগে দলগতভাবে আরো উন্নতি করতে হবে। ’

সাবেক লঙ্কান ব্যাটসম্যান আরো বলেন, ‘দলের বোলিং ডিপার্টমেন্টে বড় ধরণের দুর্বলতা রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ভালো বোলিং করলেও তা ধরে রাখতে পারছে না বোলাররা। সিনিয়র বোলাররা ইনজুরির কারণে দলের বাইরে। অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে দীর্ঘদিন ধরে খেলতে পারছে না লাসিথ মালিঙ্গা। তবে, বিশ্বকাপের আগেই সে পুরোপুরি ফিট হয়ে উঠবে। ’

দলের ব্যাটিং নিয়েও হতাশা ব্যক্ত করেছেন জয়সুরিয়া। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজে লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা নির্ধারিত ওভারের আগেই ‍অলআউট হয়ে যাচ্ছি। আশা করছি বিশ্বকাপে এ ধরণের ভুল হবে না। ’

উল্লেখ্য, ফেব্রুয়ারির ৯ তারিখে দক্ষিণ আফ্রিকা এবং ১১ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।