ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে খুলনার লিড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, ফেব্রুয়ারি ২, ২০১৫
ইমরুলের সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে খুলনার লিড

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিন শেষে বরিশাল বিভাগের বিপক্ষে ১১৯ রানের লিড নিয়েছে খুলনা বিভাগ। ইমরুল কায়েসের অনবদ্য ১৬৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৯০ রান তুলেছে খুলনা।


 
১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে বরিশাল। দিনের খেলা শেষ হওয়ার আগে ১ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় তারা। তবে এদিন রানের খাতা খোলা হয়নি শাহরিয়ার নাফিস-অভিষেক মিত্রদের।
 
বিকেএসপির ২ নম্বর মাঠে সোমবার আগের দিনের দুই উইকেটে ৭৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আব্দুর রাজ্জাকের দল। ইমরুল কায়েস একাই টেনে উপরে তোলেন খুলনাকে। ২৯৩ বলে ২৬টি চার ও ৩টি ছক্কায় ১৬৬ রান করে সোহাগ গাজীর শিকার হন ইমরুল কায়েস।
 
সোহাগ গাজী একাই নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া নাসুম আহমেদ তিনটি ও মোসাদ্দেক হোসেন নেন দুটি উইকেট।
 
এর আগে ম্যাচের প্রথম দিনে আব্দুর রাজ্জাকের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২৭১ রানে গুটিয়ে যায় বরিশাল। ১০০ রান দিয়ে ৮ উইকেট নেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।