ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন বাংলাদেশের অফ স্পিনার সোহাগ গাজী। আইসিসি শনিবার দুপুরে এ কথা নিশ্চিত করেছে।
এ বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে সোহাগ গাজীর ত্রুটিপূর্ন বোলিং অ্যাকশনের বিষয়টি ধরা পড়ে। এরপর এক দফা পরীক্ষা দিলেও উত্তীর্ন হতে পারেননি এই অফ স্পিনার। এরপর গত ২৩ জানুয়ারি ভারতের চেন্নাইতে দ্বিতীয় দফা পরীক্ষা দিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের হাত থেকে রেহাই পান সোহাগ গাজী।
২০১২ সালে নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোহাগের টেস্ট অভিষেক হয়। একই সিরিজে ওয়ানডে ক্যাপ মাথায় পড়েন এই অফস্পিনার।
গাজী এ পর্যন্ত ১০ টেস্টে উইকেট নিয়েছেন ৩৮ টি এবং ২০ ওয়ানডে খেলে ২২ উইকেট শিকার করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫