ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্লেজিং দমনে আইসিসির কঠোরতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
স্লেজিং দমনে আইসিসির কঠোরতা ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিকেট মাঠে ক্রিকেটাররা স্লেজিং করবে না তা হতে পারে না। এটি তো ক্রিকেট ইতিহাসেরই চিরাচরিত রুপ।

তবে, ক্রিকেটারদের আচরণ যদি মাত্রা ছাড়িয়ে যায় তাতেই বিপত্তি। ইতোমধ্যেই স্লেজিং দমনে আইসিসি তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

আসন্ন বিশ্বকাপে তা আরো নিয়ন্ত্রিত হবে বলে জানিয়েছেন, আইসিসি প্রধান ডেভিড রিচার্ডসন।

রিচার্ডসন বলেন, ‘বিশ্বকাপে স্লেজিংয়ের কারণে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আইসিসি সচেষ্ট রয়েছে। কোনো ক্রিকেটার মাঠে উদ্ভট আচরণ করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। প্রথম ধাপে জরিমানা এবং পুনরাবৃত্তি ঘটলে তা রূপ নেবে নিষেধাজ্ঞায়। ’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যেই কিছু ক্রিকেটারকে স্লেজিংয়ের দায়ে জরিমানা করা হয়েছে। বিশ্বকাপে একই ধরণের অপরাধ করলে পুনরায় জরিমানা করা হবে না। নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। মাঠে কোনো ধরণের আপত্তিমূলক কর্মকান্ড বরদাস্ত করা হবে না। ’

আইসিসি প্রধান আরও জানান, স্লেজিং নিয়ন্ত্রণে আম্পায়াররা মাঠেই ব্যবস্থা নিতে পারবেন। তাদেরকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। তবে, এ মুহুর্তে ফুটবলের মতো হলুদ কার্ড বা লাল কার্ড দেওয়ার ব্যাপারে আইসিসি আগ্রহী নয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।