ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপর্যয় কাটিয়ে উঠেছে জিম্বাবুয়ে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বিপর্যয় কাটিয়ে উঠেছে জিম্বাবুয়ে

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে। তবে ষষ্ঠ উইকেট জুটিতে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে দলটি।

শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন মিলে এ জুটিতে ৫০ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪১ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৩৯ রান । দলটির এখনও ৫৪ বলে প্রোয়োজন ৪৭ রান। ৫১ রানে উইলিয়ামস ও ৩৫ রানে ক্রিজে আছেন আরভিন।  

এর আগে আমিরাত টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৮৫ রান করেছিল। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছিলেন সায়মন আনোয়ার।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ফ্রেবুয়ারি ১৯, ২০১৫

** বিপর্যয়ের মুখে জিম্বাবুয়ে
** জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন
** হিট উইকেট হয়ে ফিরলেন চাকাভা
** পরপর দুই উইকেট হারালো জিম্বাবুয়ে
** ধীর গতিতে ব্যাটিং করছে জিম্বাবুয়ে
** জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে
** জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো আমিরাত
** ভালো সংগ্রহের দিকে আমিরাত
** পঞ্চম উইকেটের পতন হলো আমিরাতের
** সেট দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে আমিরাত
** দলীয় শতরান পার করলো আমিরাত
** আমিরাতের ইনিংসের দ্বিতীয় উইকেটের পতন
** প্রথম উইকেট হারালো আমিরাত
** টসে জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।