ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টপ অর্ডার নিয়ে আত্মবিশ্বাসী মিসবাহ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
টপ অর্ডার নিয়ে আত্মবিশ্বাসী মিসবাহ নাসির জামসেদ ও আহমেদ শেহজাদ

ঢাকা: বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই হার। তৃতীয় ম্যাচের স্বস্তির জয়ে আত্মবিশ্বাস ফিরেছে পাকিস্তান দলে।

এই আত্মবিশ্বাসই টপ অর্ডারের ব্যর্থতা ঘোঁচাবে বলে জানিয়েছেন পাক অধিনায়ক মিসবাহ উল হক।

বিশ্বকাপের আগে মোহাম্মদ হাফিজ ইনজুরির কারণে ছিটকে পড়ায় দলে সুযোগ পেয়েছিলেন নাসির জামসেদ। কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলে মাত্র এক রান করেছেন। আরেক ওপেনার আহমেদ শেহজাদ ভারতের বিপক্ষে ৪৭ রান করলেও পরের দুই ম্যাচে জামশেদের পুনরাবৃত্তি ঘটিয়েছেন।

তবে, টপ অর্ডারের প্রতি আস্থা রাখছেন দলীয় অধিনায়ক মিসবাহ। তিনি বলেন, ‘ আমি দলের ব্যাটসম্যানদের ওপর আস্থা হারাচ্ছি না। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ভালো করার সামর্থ্য আছে। প্রথম কয়েকটি ম্যাচে খারাপ করেছে ঠিক, তার মানে এই ‍না যে তারা পুরিয়ে গেছে। ’

মিসবাহ আরও বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতে সবাই এখন আত্মবিশ্বাসী। নেটে ব্যাটসম্যানরা প্রচুর অনুশীলন করছে। পরের ম্যাচে সবাই নিজের সেরাটা দিতে মুখিয়ে আছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি তিন ম্যাচে ভালো করা ছাড়া বিকল্প নেই। ’

উল্লেখ্য, নিউজিল্যান্ডের নেপিনারে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে মিসবাহ-আফ্রিদিরা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘন্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।