ঢাকা: বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। সিডনিতে অনুশীলনের সময় বাঁহাতের আঙ্গুলে গুরুতর আঘাত পেলে আসর চলাকালীন বিদায় নিতে হয় এ বাঁহাতি ব্যাটসম্যানের।
পরে লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাচক বলেন, ‘অনুশীলনে ফিল্ডিং করার সময় আঙ্গুলে ব্যথা পায় দিমুথ। আর এক্সরের পরে দেখা যায় তার তার আঙ্গুলে চিড় ধরেছে। ’
লঙ্কান সাবেক এ অধিনায়ক আরো বলেন, ‘তার পরিক্ষা শেষে ডাক্তাররা জানিয়েছেন দিমুথের সুস্থ হতে চার সপ্তাহের মত লাগবে। সুতরাং আমরা তাকে দেশে পাঠিয়ে দিব আর তার পরিবর্তে লেগ স্পিনার সেকুগে প্রসন্নাকে দলে নেয়ার ব্যাপারে আইসিসি’র টেকনিক্যাল কমিটির কাছে অনুরোধ জানাবো। ’
এদিকে এ নিয়ে লঙ্কান দলে চতুর্থ বারের মতো ক্রিকেটার বদল করা হচ্ছে। এর আগে ইনজুরিতে পড়ে রঙ্গনা হেরাথ, ধামিকা প্রসাদ ও জীভান মেন্ডিসের বিশ্বকাপ শেষ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫