ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুশোকে ফেরালেন ওয়াহাব

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
রুশোকে ফেরালেন ওয়াহাব

ঢাকা: ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশোকে সাজঘরে ফিরিয়ে প্রোটিয়াদের চেপে ধরেছে পাকিস্তানি বোলাররা। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৭৪ রান।



ক্রিজে রয়েছেন অধিনায়ক ডি ভিলিয়ার্স ও হার্ড হিটার ব্যাটসম্যান ডেভিড মিলার।

এর আগে পর পর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানি বোলাররা দলকে ম্যাচের ফেরানোর সম্ভাবনা জাগিয়েছেন। ১০তম ওভারে রাহাত আলি ডু্ প্লেসিসকে এবং ১১তম ওভারে ওয়াহাব রিয়াজ উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলাকে সাজঘরে ফেরান।

পাকিস্তানের দেওয়া ২৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট খোয়ায় দক্ষিণ আফ্রিকা। এরপর অনেকটা হেসেখেলেই পাকিস্তানি বোলারদের মোকাবেলা করেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। হাশিম আমলা ও ফাপ ডু প্লেসিস জুটি পাকিস্তানি বোলারদের দাপটের সঙ্গে মোকাবেলা করে আছড়ে ফেলেন বাউন্ডারি লাইনের বাইরে।

কিন্তু ম্যাচের ১০তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানি ফাস্ট বোলার রাহাত আলি ডু প্লেসিসকে সাজঘরে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা জাগান।

এর আগে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই পাকিস্তানি ফাস্টবোলার মোহাম্মদ ইরফানের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২২ রানের পুঁজি সংগ্রহ করেই গুটিয়ে যায় পাকিস্তান। তবে বৃষ্টি আইনের খাড়ায় পড়ে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়িয়েছে ২৩২ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের বোলিং তোপে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক মিসবাহ উল হক। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন করেন তিনি।

প্রোটিয়া ফাস্ট বোলার ডেইল স্টেইন ৩টি, মরনে মরকেল ও কাইল অ্যাবোট নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

** প্রোটিয়‍া শিবিরে পাকিস্তানের জোড়া আঘাত
** ২৩২ রানের টার্গেটে শুরুতেই সাজঘরে ডি কক
** ২২২ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান
** মিসবাহকেও ফেরালেন স্টেইন
** জোড়া আঘাতে আফ্রিদি-ওয়াহাব সাজঘরে
** ফের শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
** পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আবারও বৃষ্টি
** বৃষ্টি বাগড়ার পর ফের ম্যাচ শুরু
** পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা খেলায় বৃষ্টির বাগড়া
** সাজঘরে উমর, নামলেন আফ্রিদি
** ইউনিসের পর ফিরলেন মাকসুদও
** সাজঘরে ইউনিস, নিয়ন্ত্রিত বোলিং প্রোটিয়াদের
** অর্ধশতক বঞ্চিত হয়ে সাজঘরে সরফরাজ
** অ্যাবট-স্টেইন ফেরালেন শেহজাদকে
** প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিং
** ব্যাটিংয়ে নেমেছেন সরফরাজ-শেহজাদ
** টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
** পাকিস্তানের বাঁচা-মরার, প্রোটিয়াদের এগিয়ে যাওয়ার লড়াই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।