ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভেট্টরি আঘাতে কুপোকাত আফগান ব্যাটসম্যানরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
ভেট্টরি আঘাতে কুপোকাত আফগান ব্যাটসম্যানরা ছবি: সংগৃহীত

ঢাকা: ড্যানিয়েল ভেট্টরির ৩০০ উইকেটের মাইলফলকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। ভেট্টরির করা দলীয় ২০তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে আউট হন মোহাম্মদ নবী ও আফসার জাজাই।

সেই সঙ্গে আফগানরা নিজেদের ষষ্ঠ উইকেট হারায়। এখন পর্যন্ত ভেট্টরির শিকার চার আফগান ব্যাটসম্যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগানিস্তানের স্কোর ২২ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৭৩ রান।

এর আগে ভেট্টরির নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ব্যাটসম্যান নওরোজ মঙ্গলকে। আর খেলার ৮.২ ওভারে ট্রেন্ট বোল্টের বলে মার্টিন গাপটিলের কাছে ক্যাচ দিয়ে ১৮ বলে নয় রান করে আউট হন স্তানিকজাই।

এদিন শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে দুই উইকেট হারায় আফগানিস্তান। ট্রেন্ট বোল্টের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাঝঘরের পথ ধরেন জাভেদ আগমাদি। পরে তৃতীয় ওভারের প্রথম বলে ভেট্টরির বলে সরাসরি বোল্ড হন উসমান গনি।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। একাদশ বিশ্বকাপের এটি ৩১তম ম্যাচ। এ ম্যাচে দু’দলই নিজেদের পঞ্চম খেলায় নেমেছে।

নিউজিল্যান্ডর একাদশ:  ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, অ্যাডাম মিলনে ও টিম সাউদি।

আফগানিস্তানর একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, আসগারর স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

** ভেট্টরির মাইলফলকে ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান
** বোল্টের বলে সাজঘরে স্তানিকজাই
** শুরুতেই দুই উইকেট হারালো আফগানরা
** টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।