ঢাকা: অ্যাডিলেডে ইংল্যান্ডের শেষ উইকেট পতনের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরাই নয় তাদের সঙ্গে যোগ দেন পথচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
টেলিভিশনের পর্দায় সোমবার (০৯ মার্চ) বিকেলে রুবেল হোসেনের বলে জেমস অ্যান্ডারসনের সাজঘরে ফেরার দৃশ্য দেখেই রাস্তায় বেড়িয়ে পড়েন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের চারপাশ থেকে দলে দলে আনন্দ মিছিল নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সীরা উল্লাসে যোগ দিতে টিএসসিতে জড়ো হন।
টিএসসি থেকে শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত পর্যন্ত জয়ের উল্লাসে ফেটে পড়া মানুষেরে আনন্দ ছড়িয়ে পরে এক মুহূর্তে। খণ্ড খণ্ড মিছিলে আসা মানুষদের সবার হাতেই ছিল বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা।
নেচে-গেয়ে জয়ের মুহূর্ত উদযাপন করেন তারা। ‘জয় বাংলাদেশ’ ‘জয় বাংলা’সহ নানা স্লোগানের পাশাপাশি ঢাক-ঢোল পিটিয়ে উল্লাসে মেতে উঠেন তারা। হল থেকে বেরিয়ে গায়ে রঙ মেখেও উল্লাসে সামিল হন তারা।
বাংলাদেশের জয়ের দিনে পিছিয়ে নেই মেয়েরাও। ছাত্রী হল থেকে ছোট ছোট গ্রুপে হৈ-হুল্লোড় করে তারাও যোগ দেন আনন্দ মিছিলে। কেউ ঢোল বাজাচ্ছেন কেউ বা আবার জাতীয় পতাকা নিয়ে নেচে নেচে উদযাপন করছেন টাইগারদের জয়। অনেকেই রঙ ছুড়োছুড়ি করে ভাগাভাগি করে নেন কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আনন্দ।
প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষাথী ফারদিন আহমেদ বাংলানিউজকে বলেন, বিশ্বকাপে বাংলাদেশ কোয়র্টার ফাইনাল উঠেচে। এটা আমাদের বিশাল প্রাপ্তি। রাজৈনিতক দুঃসময়ে এ বিজয় আমাদের সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা দেবে।
‘সন্ত্রাস সহিংসতার বিপরীতে এই জয় আমাদের কষ্ট যন্ত্রনা একটু হলেও ভুলিয়ে রাখবে,’—যোগ করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নাদিয়া সুলতানা বলেন, এ বিজয়ে আমরা আনন্দে আত্মহারা! দেশের চলমান অস্থিরতায় জয়ের প্রাপ্তি দিয়ে আশা করছি বাংলাদেশ ক্রিকেট দল আরও এগিয়ে যাবে।
এদিকে জয়ের আনন্দ শুধু টিএসসি কিংবা এর আশপাশেই নয়, ছড়িয়ে পড়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দর্শনার্থীদের মধ্যেও।
এদিকে দলের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে টিএসসি, শাহবাগসহ এর আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পিকআপ কিংবা মোটরসাইকেল ছাড়াও ছোট ছোট যানে চড়ে টিএসসির আনন্দ উল্লাসে যোগ দেন সাধারণ মানুষ।
স্লোগানে, গানে আর চিৎকারে টাইগারদের অভিননন্দন জানানোর পাশাপাশি এমন জয় অব্যাহত রেখে ভবিষ্যতে এগিয়ে যাক এটাই প্রত্যাশা করছেন তারা।
সোমবারের একমাত্র ম্যাচে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানে জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল। ২৭৬ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে মাহমুদউল্লাহ-রুবেলদের তোপে ২৬০ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫,আপডেট: ১৯৩৭ ঘণ্টা