ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের বিপক্ষে লড়তে প্রস্তুত টাইগাররা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
কিউইদের বিপক্ষে লড়তে প্রস্তুত টাইগাররা

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। আর ইংলিশ বধে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা টাইগারদের এবার টার্গেট নিউজিল্যান্ড।

আগামী ১৩ মার্চ (শুক্রবার) হ্যামিল্টনে পুল ‘এ’তে শীর্ষ থাকা কিউইদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

এদিকে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের অসাধারণ জয়ের পর আত্মবিশ্বাসী পুরো বাংলাদেশ দল। এরই ধারাবাহিকতায় টাইগারদের সহকারী কোচ রুয়ান কালপাগে জানালেন, বাংলাদেশ দল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যেতে নিজেদের প্রমাণ করেছে।

কালপাগে বলেন, ‘আমরা ইতোমধ্যে নিজেদের প্রমাণ করেছি আর আমি মনে করি ছেলেরা নিজেদের অনুশীলন দারুণ করেছে। সুতরাং ইংল্যান্ডের পর আমরা ‍অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে যেতে চাই। ’

তবে বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবকটিতে জেতা ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জ মেনে কালপাগে বলেন, ‘এ মুহূর্তে নিউজিল্যান্ড অপরাজিত দল। তবে আমাদের ছেলেরা আত্মবিশ্বাসী ও প্রস্তুত। ’

সেডন পার্কের পিচটি স্লো বোলাদের জন্য কার্যকরী হবে জানিয়ে শ্রীলঙ্কান সাবেক এ স্পিনার আরো বলেন, উপ-মহাদেশের কন্ডিশনে স্পিনাররা যেভাবে সাহায্য পায়, তেমনি এ ম্যাচেও বাংলাদেশের প্রতিভাবান স্পিনাররাও ভালো করবে। ’

লঙ্কার হয়ে ৮৬ ম্যাচে ৭৩ উইকেট পাওয়া কালপাগে আরও যোগ করেন, ‘এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই ৩০০’র উপর রান হচ্ছে। তবে আমাদের বোলাররা ভালো করছে। আর আমরাও ৩০০ রান তাড়া করে ম্যাচ জিতেছি। তবে কিউইদের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনকে নিয়ে আমরা বাড়তি কাজ করছি। আমরা চেষ্টা করব তাদের দ্রুত সাজঘরে ফেরাতে। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।