ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডি ভিলিয়ার্স-মিলারের ব্যাটে প্রোটিয়াদের দেড়শ পার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
ডি ভিলিয়ার্স-মিলারের ব্যাটে প্রোটিয়াদের দেড়শ পার

ঢাকা: শুরুতে আন্ডারডগ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে মাঝারি ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তবে এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলারের ব্যাটে কাটিয়ে উঠেছে তারা।

এতে দলীয় দেড়শ রান পার প্রোটিয়াদের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার।

১৮ ওভার ২ বলে রিলে রুশো ইউএই অধিনায়ক অফ স্পিনার মোহাম্মদ তৌকিরের বলে কট অ্যান্ড বোল্ড হন। ফেরার আগে তার সংগ্রহ ৪৯ বলে ৪৩ রান।

তার আগে ১৫.৬ ওভারে আমজাদ জাভেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফেরেন কুইন্টন ডি কক। আর সেই সঙ্গে দ্বিতীয় উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। আউট হওয়ার আগে ৪৫ বলে ২৬ রান করেছিলেন ডি কক।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে কৌশলেই ব্যাট চালাচ্ছিলেন প্রোটিয়া দুই ওপেনার ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। তবে ২ ওভার ৫ বলে মোহাম্মাদ নাভিদের বল উড়িয়ে মারতে গিয়ে দলীয় ১৭ রানে ক্যাচ আউট হন আমলা। সাজঘরে ফেরার আগে তার সংগ্রহ ১৬ বলে ১২ রান।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টায় বিশ্বকাপের ৩৬তম ম্যাচে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে মাঠে নামে পুল বি’র এ দুই দল।

প্রোটিয়ারা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় মাঠে নামেছে। আর পঞ্চম ম্যাচে মাঠে ইউএই।

এরআগে এবি ডি ভিলিয়ার্স বাহিনী নিজেদের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আর হেরেছে দুটি ম্যাচে। তবে নিজেদের প্রথম চারটি ম্যাচেই হেরে পুল-বি’র পয়েন্ট টেবিলের তলায় রয়েছে মুরুর দেশ আমিরাত।

ইতোপূর্বে আমিরাত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল ১৯৯৬ বিশ্বকাপে। সে ম্যাচে গ্যারি কারস্টেন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮৮ রান করেছিলেন। যেটি কয়দিন আগে ভেঙে দিয়েছেন ক্রিস গেইল (২১৫)। তবে ডি ভিলিয়ার্স ম্যাচটিকে দেখছেন অফ ফর্মে থাকা খেলোয়াড়দের ফর্মে ফেরার উপলক্ষ হিসেবে।

দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার,  জেপি ডুমিনি, ফারহান বেহেদ্রিন, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।
 
আরব আমিরাত একাদশ: আমজাদ আলি, আন্দ্রি বেরেঙ্গার,  খুররম খান, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), শায়মান আনোয়ার, সাকলাইন হায়দার, ফাহাদ আলহাশমি,  আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভিদ, মোহাম্মদ তৌকির (অধিনায়ক) ও কামরান শাহজাদ।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

** ৩ উইকেট হারিয়ে শতক পার প্রোটিয়াদের
** প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটের পতন
** সাড়ে ৬ গড়ে অর্ধশত পার প্রোটিয়াদের
** ছন্দপতন প্রোটিয়াদের, সাজঘরে আমলা
** প্রোটিয়া ওপেনার আমলা-ডি কক ব্যাটিংয়ে
** টসে হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।