শুরুটা ভাল করতে না পেরে কিছুটা চাপের মধ্যেই ছিলেন থাকা ইমরুল-তামিম জুটি। শেষ পর্যন্ত বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন ইমরুল কায়েস।
পঞ্চম ওভারের ৪র্থ বলে দলীয় ৪ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। ইমুরুলের পরিবর্তে ক্রিজে এসেছে সৌম্য সরকার। অপর প্রান্তে অপরাজিত রয়েছেন তামিম ইকবার।
বাংলাদেশ দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নামেন তামিম ইকবার-ইমরুল কায়েস জুটি।
ব্রেন্ডন ম্যাককালাম টসে জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
গ্রুপ পর্বের নিউজিল্যান্ড-বাংলাদেশ দু’দলই নিজেদের শেষ খেলায় মাঠে নেমেছে। দু’দলই এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
স্বাগতিক নিউজিল্যান্ড এখন পর্যন্ত অপরাজিত থেকে বিশ্বকাপড মিশন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে রয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৩ মার্চ) ‘এ’ গ্রুপের ৩৭তম ম্যাচে হ্যামিল্টনের সিডন পার্কে মুখোমুখি হয়েছে দু’দল।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বদলে দলে অর্ন্তভূক্ত হয়েছেননাসির হোসেন এবং আরাফাত সানির পরিবর্তে তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ রুম্মন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদ্দুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, ন্যাথান ম্যাকালাম, ম্যাকক্লেনাঘেন, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি ও লুক রঞ্চি।
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
** টাইগারদের ইনিংস সূচনায় তামিম-ইমরুল
** টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা
** নিউজিল্যান্ডের সামনে প্রত্যয়ী বাংলাদেশ