ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের সান্ত্বনার জয়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
ইংলিশদের সান্ত্বনার জয়

ঢাকা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেল ইংলিশরা। টাইগারদের বিপক্ষে হেরে এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মরগানের দল।

তাই শুক্রবারের (১৩ মার্চ) ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে দুর্বল আফগানদের ব্যাট করতে পাঠায় ইংলিশরা। নবম ওভারের পর মাঝখানে আরো একবার বৃষ্টির হানায় কিছু সময়ের জন্য বন্ধ থাকে ম্যাচ।

শেষ পর্যন্ত ৩৭তম ওভারে ফের বৃষ্টি হানা দিলে ৩৬.২ বলে ১১১ রানে ৭ উইকেট হারানো আফগানদের ইনিংসের সেখানেই সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। আর ডাকওয়ার্থ লুইস মেথডে ২৫ ওভারে জয়ের জন্য ইংলিশদের ১০১ রানের টার্গেট দেন আম্পায়াররা।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে এক উইকেট হারিয়ে সান্ত্বনার জয় তুলে নেয় ইংলিশরা। অপেক্ষাকৃত দুর্বল আফগানদের বিপক্ষে এ ম্যাচ জয় ছাড়া ছয় ম্যাচে আর একটিমাত্র জয় পায় তারা।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ইংল্যান্ডের সামনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে (ডাকওয়ার্থ লুইস মেথড) টার্গেট দাঁড়ায় ২৫ ওভার থেকে ১০১ রান। ছোট টার্গেটে ব্যাটিংয়ে নামেন ইংলিশ দুই ওপেনার ইয়ান বেল এবং ‍অ্যালেক্স হেলস। আর ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের সহজে মোকাবিলা করেন ইংলিশ দুই ওপেনার। দু’জন মিলে ৮৩ রানের জুটি গড়েন।

ইনিংসের ১৪তম ওভারে হামিদ হাসানের বলে উইকেটের পিছনে আফসার জাজাইয়ের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস। আউট হওয়ার আগে তিনি ৩৩ বল মোকাবিলা করে তিনটি চার আর দুটি ছয়ে করেন ৩৭ রান।

আরেক ওপেনার ইয়ান বেল ৫২ রানে এবং তিন নম্বরে নামা জেমস টেইলর ৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৮.১ ওভার খেলে ৪১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।

এর আগে তৃতীয়বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ৩৬.২ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১১১ রান। এরপর ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা প্রথম ইনিংসে ইতিটানার ঘোষণা দেন।

টস হেরে আফগানিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন নওরোজ মঙ্গল এবং জাভেদ আহমাদি। দলীয় ১৭ রানে নওরোজ মঙ্গলকে ফেরান অ্যান্ডারসন। আর ২০ রানের মাথায় আরেক ওপেনার জাভেদ আহমাদিকে ফেরান স্টুয়ার্ট ব্রড।

চলতি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে বৃষ্টির হানায় আফগান আর ইংলিশদের খেলা বন্ধ থাকার পর আবারো শুরু হয়। বৃষ্টির আগে ৮.৫ ওভার খেলে দুই ওপেনারকে হারিয়ে আফগানরা তুলে ২৪ রান। দলীয় ২৫ রানে আফগানদের তৃতীয় উইকেটের পতন ঘটে। ক্রিস জর্ডানের বলে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ধরা পড়েন আফসার জাজাই।

এরপর ক্রিস জর্ডানের দ্বিতীয় শিকারে ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরেন সলিমুল্লা শেনওয়ারি। ইয়ন মরগানের তালুবন্দি হওয়ার আগে শেনওয়ারি করেন ১১ বলে ৭ রান।

দলীয় ৩৪ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটলে আফগানরা কিছুটা বিপাকে পড়ে। টপঅর্ডারের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন শফিকুল্লাহ এবং নাসির জামাল। তবে, ইনিংসের ২৬তম ওভারে রবি বোপারার বলে উইকেটের পিছনে বাটলারের গ্লাভসবন্দি হন ১৭ রান করা নাসির জামাল।

দ্বিতীয়বার বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবারো মাঠে গড়ায় বল। দলীয় ৬৫ রানের মাথায় আফগানরা তাদের পঞ্চম উইকেট হারায়। এরপর ১৭ বলে ১৬ রান করে আফগান দলপতি মোহাম্মদ নবী রবি বোপারার বলে ট্রেডওয়েলের তালুবন্দি হন।

আর ইনিংসের ৩৫তম ওভারে ফেরেন শফিকুল্লাহ। ৬৪ বলে ৩০ রানের একটি ইনিংস খেলেন তিনি। ৩৬.২ ওভার শেষে তৃতীয়বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। সে সময় আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১১১ রান। বৃষ্টিতে সময় পণ্ড হলে ইংলিশদের সামনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৫ ওভারে ১০১ রান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলতি বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দুই দল ইংল্যান্ড এবং আফগানিস্তান মুখোমুখি হয়। টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৫

** ম্যাচের নিয়ন্ত্রণে ইংলিশরা
** ছোট টার্গেট নিয়ে ব্যাটিংয়ে ইংলিশরা
** বেরসিক বৃষ্টিতে আবারো খেলা বন্ধ
** আফগানদের সপ্তম উইকেটের পতন
** ধীরে এগুচ্ছে আফগানরা
** আফগান-ইংলিশ ম্যাচে আবারো বৃষ্টির হানা
** বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টায় আফগানরা
** বৃষ্টির পর আফগানদের তৃতীয় উইকেটের পতন
** বৃষ্টিতে বন্ধ ইংলিশ-আফগান ম্যাচ
** ব্যাটিংয়ে আফগান ওপেনাররা
** টস জিতে বোলিংয়ে ইংলিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।