ঢাকা: প্রিয় জিম্বাবুয়ের হয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ (ওডিআই) খেলছেন ব্রেন্ডন টেইলর। ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যাম্পশায়ারের হয়ে খেলার জন্য তিন বছরের চুক্তিতে যাওয়ায় তার মতো উইকেটরক্ষক ব্যাটসম্যানকে হারাচ্ছে আফ্রিকান দলটি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মানুযায়ী এই চুক্তির কারণে জাতীয় দলে খেলতে পারবেন না টেইলর। তিন বছরের চুক্তি হলেও আর যে তার জাতীয় দলের হয়ে খেলা হবে না তা অনেকটাই নিশ্চিত। সেই সুর টেইলরেরই সংবাদ সম্মেলনে বোঝা গেছে।
সে হিসেবে শনিবারের (১৪ মার্চ) ভারতের বিপক্ষের ম্যাচটিকেই তার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।
টেইলরের এ বিদায়কে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য বড় ক্ষতি হিসেবেই দেখছেন স্বদেশি-বিদেশি খ্যাতনামা সতীর্থরা।
ভারতের সাবেক স্পিডস্টার অজিত আগারকার বলেন, বিশ্বমানের টেইলরকে হারানো জিম্বাবুয়ের জন্য বড় ক্ষতি।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫