ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয়রা!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয়রা!

ঢাকা: সহজভাবেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিত করলো দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যদি, অ্যাডিলেডে চলমান পাকিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি টাই (ড্র) না হয়, তাহলেই নকআউট পর্বে অংশ নেবে ক্যারিবীয়রা।



নেপিয়ারে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ছয় উইকেটের সহজ জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

১৭৬ রানের লক্ষ্যটা ৩৬.২ ওভারের মধ্যে টপকে গেলে কোয়ার্টারে উঠে যাবে উইন্ডিজরা। রান রেটের এমন সমীকরণের ম্যাচে ৩০.৩ ওভার শেষেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে অপরাজিত থাকেন জোনাথন কার্টার (৫০) ও দিনেশ রামদিন (৩৩)। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি তুলে নেন ২৭ বছর বয়সী কার্টার।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে খেলেন ওয়েস্ট ইন্ডিয়ানরা। ওপেনার ডোয়াইন স্মিথ (১৫) ও ওয়ান ডাউনে নামা মারলন স্যামুয়েলস (৯) ফিরে গেলে দলের হাল ধরেন জনসন চার্লস ও কার্টার। দু’জন মিলে ৫৬ রানের পার্টনারশিপ গড়েন।

দলীয় ১০৯ রানের মাথায় ফিফটি হাকানো চার্লসের (৫৫) বিদায়ের পর আন্দ্রে রাসেলের (৭) উইকেটটিও তুলে নেন আমজাদ জাবেদ। এরপর আর কোনো উইকেটের পতন ঘটেনি।

আমিরাতের হয়ে দু’টি করে উইকেট লাভ করেন মাঞ্জুলা গুরুজি ও আমজাদ জাবেদ।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হয়।

দলীয় ৪৬ রানে ছয় উইকেট হারালেও আমিরাতের হয়ে সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন আমজ‍াদ জাবেদ ও নাসির আজিজ। দু’জনের ১০৭ রানের পার্টনারশিপে ভর করে সবকটি উইকেটে হারিয়ে ১৭৫ রান তোলে আমিরাত।

আমিরাতের হয়ে জাবেদ ও নাসির দু’জনই হাফ সেঞ্চুরি তুলে নেন। দলীয় ১৫৩ রানের ব্যক্তিগত ৫৬ রান করে আন্দ্রে রাসেলের বলে সাজঘরে ফেরেন জাবেদ। ৬০ রান করা আজিজকে ফেরান মারলন স্যামুয়েলস।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের বোলিং তান্ডবে রীতিমত বিধ্বস্ত হয় আমিরাত। আমিরাত ওপেনার আন্দরি বিরেঙ্গারকে (৭) ফিরিয়ে উইকেট পতনের সূচনা করেন হোল্ডার। তার দ্বিতীয় শিকারে পরিণত হন কৃষ্ণ চন্দ্রন (০)। আরেক ওপেনার আমজাদ আলীকে (৫) এলডব্লুর ফাঁদে ফেলে তৃতীয় উইকেটটিও তুলে নেন এই ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার।

এরপর চতুর্থ পঞ্চম উইকেটে ব্যাটিংয়ে নামা খুররাম খান (৫) ও শায়মান আনোয়ারকে (২) ক্লিন বোল্ড করে দুই উইকেট তুলে নেন জেরম টেইলর। ছয় রান করা স্বপ্নিল পাতিলকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পূরণ করেন ২৩ বছর বয়সী হোল্ডার।

এদিকে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল ইনজুরির কারণে আজ দলে নেই। তার জায়গায় খেলেছেন জনসন চার্লস। এর আগে ড্যারেন ব্রাভো ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় দলে ডাক পেয়েছিলেন চার্লস।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘন্টা, মার্চ ১৫, ২০১৫

** ম্যাচ সেরা হোল্ডার

** জয়ের দ্বারপ্রান্তে ক্যারিবীয়রা
** দলীয় শতক পার ক্যারিবীয়দের
** স্মিথের পর সাজঘরে স্যামুয়েলস
** ক্যারিবীয়দের প্রথম উইকেটের পতন
** জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা
** ১৭৫ রানে অলআউট আমিরাত
** জাবেদ-আজিজের ফিফটিতে এগোচ্ছে আমিরাত
** এ বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক শূন্য রানকারী!
** ৩৫ বছরে বিশ্বকাপে এক ইনিংসে ছয়টি বোল্ড
** দলীয় শতক পার করলো আমিরাত
** বিপর্যস্ত আমিরাতের প্রতিরোধের চেষ্টা
** হোল্ডারে বিধ্বস্ত আমিরাত
** হতাশ করলেন ‘ছক্কা’ শাইমান
** আমিরাতের পাঁচ উইকেটের পতন
** ক্যারিবীয় বোলিংয়ে দিশেহারা আমিরাত
** ফিল্ডিংয়ে নামল ক্যারিবীয়রা
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ক্যারিবীয়দের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।