ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ সেরা হোল্ডার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
ম্যাচ সেরা হোল্ডার জেসন হোল্ডার

ঢাকা: অবশেষে হাফ ছেড়ে বাঁচলেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ অধিনায়ক জেসন হোল্ডার। নেপিয়ারে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচে আরব আমিরাতকে ছয় উইকেটে হার‍ায় ক্যারিবীয়রা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বোলিং প্রান্তে জ্বলে ওঠেন হোল্ডার।

দুই ওভার দুই বল বাকি থাকতেই ১৭৫ রানে অলআউট হয় আমিরাত। জবাবে ১৯.৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিয়ানরা। অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার হোল্ডার।

বিধ্বংসী বোলিংয়ে আমিরাতের টপ অর্ডারে একাই ধস নামান হোল্ডার। ১০ ওভার বল করে ২.৭০ ইকোনমি রেটে ২৭ রানের বিনিময়ে নেন চারটি উইকেট। এ নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে তিনবার চার উইকেট লাভ করলেন ২৩ বছর বয়সী হোল্ডার।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘন্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।