ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগাররা জিতবেই

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
টাইগাররা জিতবেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাত পোহালেই বাংলাদেশের সামনে স্বপ্ন পূরণের ম্যাচ । বৃহস্পতিবার (১৯ মার্চ)বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলার টাইগাররা।



এদিকে বাংলাদেশের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী টাইগার সমর্থকরা। ‘বাংলাদেশ কাল ভারতকে হারাবেই। জিতবেই টাইগাররা- এমনটা মনে করেন টাইগারদের শুভ কামনা জানাতে পতাকা শোভাযাত্রায় আসা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাএ লৎফুল হায়দার।

টাইগার এই সমর্থক বাংলানিউজকে আরো বলেন, ‘বাংলাদেশ এখন খুব ভালো দল। মাশরাফিরা প্রাণ দিয়েই লড়বে কাল। ভারতকে হারানো খুব কঠিন হবেনা বাংলাদেশের। মওকা মওকা ভিডিও বানিয়ে ওরা (ভারত) আমাদের ছোট করেছে। আমি এর জবাব দিতে এখানে এসেছি। ক্রিকেটারদের সাহস যুগিয়ে আমরা সেই কাজটা করছি। বাংলাদেশ জিতলেই আসল জবাব পাবে ভারত। ’

বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি (বিসিএফইউ) নামের সংগঠনটি বুধবার বিকেলে টাইগারদের শুভকামনা জানাতে পতাকা শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি টিএসসির অপরাজেও বাংলা থেকে শুরু হয়। রাজধানীর গুলিস্তান হয়ে টিএসসি চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় হাজারো টাইগারভক্ত।

তরুণ-তরুণী, শিশু-কিশোরদের অংশগ্রহনে পূর্নতা পায় শোভাযাত্রাটি। বাদ্যযন্ত্রের আওয়াজের সাথে নেচে-গেয়ে টাইগারদের প্রতি শুভকামনা জানায় ক্রিকেটপ্রেমীরা।

এর আগে বিকেল সাড়ে ৪টায় টিএসসি চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন ব্যান্ড দল চিত্র।

বুধবার সকাল ১১টা থেকে আয়োজকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য, স্বেপার্জিত স্বাধীনতাসহ টিএসসি এলাকায় অবস্থান নেয়।   গানে-স্লোগানে মুখরিত রাখে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।

আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থক শক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাজপথে সকলকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন বিসিএফইউ এর সংগঠকরা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।