ঢাকা: ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। কিউই দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম জানান, সেমিফাইনাল ম্যাচ জেতার মুহূর্তটি দলের প্রত্যেকের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ২৮১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের সামনে ২৯৮ রানের লক্ষ্য দাঁড়ায়। জবাবে গ্রান্ট এলিয়টের অপরাজিত ৮৪ রানের অসাধারণ ইনিংসে এক বল হাতে রেখে চার উইকেটের জয় নিশ্চিত করে কিউইরা। বৃষ্টির কারণে উভয় দলই ৪৩ ওভার করে ব্যাট করার সুযোগ পায়।
ম্যাককালাম বলেন, ‘অাজকের ম্যাচটি এক কথায় ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। প্রতিটি ক্রিকেটারই এ ম্যাচের কথা আজীবন মনে রাখবে। এটাই আমাদের জীবনের সেরা মুহুর্ত। ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিতে পেরে আমি খুবই গর্বিত। ’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পরই আমরা ফাইনাল নিশ্চিত করেছি। দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছে। গ্যালারি জুড়ে সমর্থকরা আমাদের প্রতিনিয়ত উৎসাহ দিয়ে গেছেন। এ জয়ে সবাই আজ উচ্ছ্বসিত। ’
ফাইনালের প্রতিপক্ষ প্রসঙ্গে ম্যাককালাম বলেন, ‘শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত বা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে। দুই দলই ফাইনালে উঠার যোগ্য। এ ব্যাপারে আমি চিন্তিত নই। মেলবোর্নে আমরা নিজেদের সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ থাকবে। ’
উল্লেখ্য, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘন্টা, মার্চ ২৪, ২০১৫