ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সিরিজে ফিরছেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
ইংল্যান্ড সিরিজে ফিরছেন ব্রাভো ড্যারেন ব্রাভো

ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপে দুই ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছিল ড্যারেন ব্রাভোকে।   তবে, আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখন পুরোপুরি ফিট আছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যান।



ক্রাইস্টচার্চে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাভো। পরে তার বিশ্বকাপই শেষ হয়ে যায়।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ক্যারিবীয়দের ২০ জনের ট্রেনিং স্কোয়াডে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী ব্রাভো। উল্লেখ্য, ক্যারিবীয়দের হয়ে ৩২টি টেস্টে ৪৩.৬০ গড়ে ২,৩১১ রান সংগ্রহ করেছেন ব্রায়ান লারার ক্লোন বলে পরিচিত এই ব্যাটসম্যান। যার মধ্যে ৯টি হাফ সেঞ্চুরি ও ৬টি শতক রয়েছে।

অ্যান্টিগায় ১৩ই এপ্রিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে ইংলিশরা। ২৫ এপ্রিল গ্রানাডাতে ও ০৫ মে বার্বাডোসে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের মধ্য দিয়ে ক্যারিবীয়দের কোচ হিসেবে প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ফিল সিমন্স।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘন্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।