ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতেই কপাল পোড়ে দক্ষিণ আফ্রিকার!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
বৃষ্টিতেই কপাল পোড়ে দক্ষিণ আফ্রিকার! ছবি: সংগৃহীত

ঢাকা: বৃষ্টি সৃষ্টিকর্তার অপরুপ এক দান। যার দ্বারা বিশ্বমন্ডলে মানুষ নানা ভাবে উপকৃত হয়ে থাকে।

তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে বৃষ্টি ব্যাপারটি যেন কোন রকমেই যায় না। কারণ এই বৃষ্টিতেই বিশ্বকাপের মঞ্চ থেকে দলটিকে বার বার ছিটকে পড়তে হয়েছে।

গতকাল (২৪ মার্চ) অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবি ডি ভিলিয়ার্সরা। তবে হাইভোল্টেজ এ ম্যাচে প্রোটিয়াদের হারের পেছনে বৃষ্টি অনেক বড় একটি কারণ বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।

এদিন প্রথমে ব্যাট করা প্রোটিয়াদের ইনিংসের ৩৮ ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। আর এ সময় দারুণ অবস্থায় ছিল দলটি। তখন তাদের স্কোর ছিল তিন উইকেট হারিয়ে ২১৬ রান। ব্যাটিংয়ে ছিলেন ইনর্ফম ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিস।

বিশেষজ্ঞদের মতে এ অবস্থায় ৫০ ওভার খেলা হলে দ.আফ্রিকার রান হতো ৩৫০ রানের ওপরে। যা কিউইদের জন্য পাহাড়সম টার্গেট হয়ে দাঁড়াত। তবে সৃষ্টিকর্তা মুখ তুলে তাকালেন না তাদের দিকে। বৃষ্টির কারণে খেলা কমে আসলো ৪৩ ওভারে। প্রোটিয়ারা শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে। কিউইদের সামনে ২৯৮ রানের টার্গেট দাঁড়ালেও এক বল হাতে রেখে জয় পায় তারা।

এর আগে বৃষ্টির কারণে বিশ্বকাপের আসর থেকে দু’বার বিদায় নিতে হয়েছিল দ.আফ্রিকাকে। ১৯৯২ বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে এসেই চমক সৃষ্টি করেছিল দলটি। দারুণ লড়াই করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। তবে ২৫২ রানে সহজ টার্গেটে খেলতে নেমে ১২ মিনিটের বৃষ্টিই তাদের কপাল পোড়ায়। শেষে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে (ডি/এল) দলটির সামনে টার্গেট দাঁড়ায় এক বলে ২২ রান। যা ছিল অসম্ভব ব্যাপার।

২০০৩ বিশ্বকাপে ঘরের মাঠে ফেভারিট হিসেবেই মাঠে নামে দ.আফ্রিকা। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জয়ের টার্গেটে ব্যাটিং করতে থাকে দলটি। তবে বৃষ্টির কারণে খেলাটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। আর ডি/এল পদ্ধতিতে মাত্র এক রানে হেরে আসর থেকে বিদায় নেয় তারা।   

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।