ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাপ কাটিয়ে উঠার ক্ষমতা রয়েছে: ক্লার্ক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
চাপ কাটিয়ে উঠার ক্ষমতা রয়েছে: ক্লার্ক

ঢাকা: চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এ ম্যাচকে চাপ মনে করলেও, সে চাপকে কাটিয়ে উঠার ক্ষমতা অজিদের রয়েছে বলে মনে করেন দলপতি মাইকেল ক্লার্ক।



স্কাইস্পোর্টস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, আমি বিশ্বাস করি দলের ক্রিকেটাররা প্রত্যেকে ফুরফুরে মেজাজে রয়েছে। প্রথম থেকেই তারা চাপকে কাটিয়ে উঠে খেলেছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচেও আমাদের উপর চাপ ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচেও দলের ক্রিকেটাররা সে চাপকে পাশ কাটিয়ে ম্যাচ জিতেছে।

স্বাগতিক হিসেবে তাদের কাছে প্রত্যাশা কেমন এ প্রশ্নের উত্তরে ক্লার্ক বলেন, আমাদের কাছে অবশ্যই প্রত্যাশা করতে পারেন। কারণ আমরা টুর্নামেন্টের প্রথম থেকেই ফেভারিট হিসেবে খেলছি।

ক্লার্ক আরও যোগ করেন, এ মুহূর্তে আমরা বিশ্ব ক্রিকেটের এক নম্বর দল হিসেবে রয়েছি। তাই বলতে পারি শিরোপার যোগ্য দাবিদার হিসেবে আমাদের উপর প্রত্যাশা রাখতেই পারেন।

আগামীকাল (২৬ মার্চ) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে মাঠে নামবে। জয়ী দল ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের আরেক আয়োজক নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।