ঢাকা: চলতি বিশ্বকাপের আর মাত্র দু’টি ম্যাচ বাকি। একটি হলো ২৬ মার্চের দ্বিতীয় সেমিফাইনাল এবং অন্যটি হলো ২৯ মার্চের ফাইনাল।
আর হাইভোল্টেজ এ ম্যাচের দিকেই এখন নজর পুরো ক্রিকেট বিশ্বের। তবে, কিছু ক্রিকেট পাগলদের নজর ম্যাচটির টিকিটের দিকে। ইতোমধ্যেই টিকিট বিক্রি সম্পন্ন হয়ে গেলেও যারা এ ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন না তারা পাচ্ছেন আকাশ ছোঁয়া মূল্য।
গত নভেম্বরে যারা ২৬ মার্চ ম্যাচের টিকিট ক্রয় করেছেন, তারা সে সময় ভাবেননি এ ম্যাচটি হতে যাচ্ছে হাইভোল্টেজ একটি ম্যাচ। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড আর দ. আফ্রিকার মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্রিকেট পাগলরা দ্বিতীয় সেমিফাইনালের টিকিট পেতে হন্য হয়ে ঘুরছেন অতিরিক্ত টিকিট যাদের রয়েছে তাদের দুয়ারে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা ৪৪ হাজার। ক্রিকেট বোদ্ধাদের মতে, দ্বিতীয় সেমিফাইনালে কানায়-কানায় ভরে উঠবে স্টেডিয়ামের গ্যালারি।
অস্ট্রেলিয়ান বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, যারা একটি টিকিটি ৯০ ইউএস ডলারে টিকিট কিনেছেন, তারাই এখন টিকিটি প্রতি এক হাজার থেকে দেড় হাজার ইউএস ডলার দাম হাঁকাচ্ছেন। আর সেসব টিকিট লুফে নিচ্ছে ক্রিকেটপ্রেমীরা। আরও জানা যায়, এসব ক্রিকেট পাগলদের মধ্যে ভারতীয়রাই এগিয়ে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫