ঢাকা: ২০১৪ সালে মাত্র একটি ওয়ানডে খেলেছিলেন ৩৬ বছর বয়সী নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান গ্র্যান্ট এলিয়ট। ৬৬ ওয়ানডে খেলা এ ডানহাতি ব্যাটসম্যানকে হঠাৎ করেই বিশ্বকাপ স্কোয়াডে রাখে কিউই নির্বাচকরা।
ডেল স্টেইনকে ছক্কা মেরে ব্ল্যাকক্যাপসদের ঐতিহাসিক জয় উপহার দেন এলিয়ট। অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ৭৩ বলে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংসটি তাই স্মরণীয় হয়ে থাকছে।
এর চেয়েও স্মরনীয় হতে পারে যদি ২৯ মার্চের ফাইনাল শেষে বিশ্বকাপ ট্রফিটি নিজেদের ঘরে নেয়া যায়। আর সেটা হলে সবচেয়ে বেশি খুশি হবেন এলিয়টই। কারন, ২৭ মার্চ (শুক্রবার) তার বোনের বিয়ে। ২৯ মার্চের ফাইনাল খেলতে বিয়ের আগে মেলবোর্নে যেতে হবে তাকে। তাই ফাইনাল ম্যাচের জন্য বোনের বিয়েতে থাকা হচ্ছে না দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এ ক্রিকেটারের।
এ প্রসঙ্গে এলিয়ট বলেন, ‘শুক্রবার আমার বোনের বিয়ে। দুর্ভাগ্য, আমি তার বিয়েতে থাকতে পারছি না। এ জন্য আমি দু:খিত। আমি থাকতে পারলে সে খুব খুশি হতো। কিন্তু আমি তার জন্য স্পেশাল একটি উপহার (বিশ্বকাপ ট্রফি) আনতেই অস্ট্রেলিয়া যাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫