ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওডিআই থেকে অবসরের ঘোষণা ক্লার্কের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
ওডিআই থেকে অবসরের ঘোষণা ক্লার্কের মাইকেল ক্লার্ক

ঢাকা: একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিশ্বকাপ ক্রিকেটের এগারোতম আসরের ফাইনালে আগামী রোববার (২৯ মার্চ) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ক্লার্ক বাহিনী।

আর তার নেতৃত্বে এটিই হবে অজিদের সর্বশেষ ওডিআই ম্যাচ।

শনিবার (২৮ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে অবসরের এ ঘোষণা দেন ক্লার্ক।

সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, ওডিআইয়ে অস্ট্রেলিয়ার হয়ে আগামীকালের ম্যাচটি আমার শেষ ম্যাচ। আমি মনে করি এটিই সবচেয়ে উপযুক্ত সময়। চার বছর আগে ওডিআইয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়, এজন্য আমি নিজেকে ধন্য মনে করি।

ওডিআই থেকে অবসর টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করবে উল্লেখ করে ক্লার্ক বলেন, টেস্ট ফরমেটে কীভাবে আরো সফল হওয়া যায় সে বিষয়ে গুরুত্ব থাকবে।

ইনজুরির কারণে বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে মাঠে দেখা যায়নি ক্লার্ককে। অবশ্য পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিরলেও বৃষ্টির কারণে ওই ম্যাচের কোনো বল মাঠে গড়ায়নি।

২০০৩ সালের ১৯ জানুয়ারি অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় ক্লার্কের। এ পর্যন্ত ২৪৪টি ওডিআই খেলা ক্লার্কের মোট রান সাত হাজার নয়শ’ সাত। ৪৪.৪২ গড়ে অজি এ ক্রিকেটারের ওডিআইয়ে আটটি শতকের সঙ্গে অর্ধশতক রয়েছে ৫৭টি।

ক্লর্কের নেতৃত্বে ৭৩টি ওডিআই খেলা অজিদের জয় রয়েছে ৪৯টি।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫/আপডেট: ০৯২৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।