ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মওকা’র যন্ত্রণায় বিচ্ছিন্ন বিসিসিআই’র ল্যান্ডফোন সংযোগ!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
‘মওকা’র যন্ত্রণায় বিচ্ছিন্ন বিসিসিআই’র ল্যান্ডফোন সংযোগ! ভারতের ‌'মওকা'র জবাবে বাংলাদেশি তরুণদের নির্মিত একটি বিজ্ঞাপনের চিত্র

ঢাকা: বিশ্বকাপ চলাকালে বাংলাদেশসহ অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোকে খাটো করতে ‘মওকা মওকা’ শীর্ষক কিছু সমালোচিত বিজ্ঞাপন টেলিভিশন-রেডিওতে চালিয়েছিল ভারত। এখন সেই বিজ্ঞাপনগুলোই তাদের গলার কাঁটা হয়ে বারবার বিধছে, বিশেষত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কর্মকর্তাদের গলায়।



কীভাবে? এই ‘মওকা’র যন্ত্রণা থেকে বাঁচতে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের কার্যালয়ের ল্যান্ডফোনের সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দিতে হয়েছে!

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৯৫ রানের বিশাল ব্যবধানে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর থেকে বিসিসিআইয়ের কার্যালয়ের ল্যান্ডফোনে অবিরত কল আসতে থাকে। রিসিভ করলেই অপর প্রান্ত থেকে কেবল ‘মওকা মওকা’ শোনানো হতে থাকে।

বিবিসিসিআই কর্মকর্তারা দাবি করছেন, ট্রেস করে দেখা গেছে এসব কল বিশেষত পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসছে। বৃহস্পতিবার ভারতের লজ্জাজনক পরাজয় নিশ্চিত হওয়ার পর থেকে এ কল আসতে থাকলেও দিনে দিনে কল সংখ্যা বেড়েই চলছিল।

তারা জানান, কার্যালয়ের ল্যান্ডফোনে কল ‍আসলে যদি রিসিভ করা হয়, তবে অপর পাশ থেকে গান ধরা হচ্ছে, ‘মওকা মওকা মওকা মওকা, ক্যায়া হুয়া মওকা ক্যা? (এখন সুযোগের কী হল)। এ ধরনের কল দিয়ে দিনরাত ২৪ ঘণ্টা এভাবে জ্বালাতন করতে থাকায় শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট  বোর্ডের কার্যালয়ের ল্যান্ডফোন সংযোগ ‍আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, কার্যালয়ের ল্যান্ডফোন নাম্বার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে রয়েছে। সম্ভবত সেখান থেকেই নাম্বার নিয়ে এ তৎপরতা চালানো হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপের সেমিফাইনালের আগ পর্যন্ত বাংলাদেশসহ অন্য দলগুলোকে ছোট করতে যে বিজ্ঞাপন প্রচার করেছিল তারই জবাব দিচ্ছেন এখন ক্রিকেটভক্তরা। বিশেষত, জ্বালিয়াতি করে ন্যাক্কারজনকভাবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে ওঠার পর ভারতের লজ্জাজনক বিদায় এ সুযোগ করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।