রাজশাহী: রাজশাহীতে শরীফ আহমেদ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার (২৮ মার্চ থেকে) সকালে রাজশাহী কালেক্টরেট মাঠে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জমান ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, জাতীয়
দলের ক্রিকেটার সাব্বির আহমেদ রুম্মান, সাবেক ক্রিকেটার মোহাম্মদ জহিরুল ইসলাম অমি।
স্বাগত বক্তব্য রাখেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহম্মেদ বাবু।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ক্রিকেট এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। তাই সরকার ক্রিকেট খেলার মানোন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে।
তিনি রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবে গড়ে তোলার জন্য ক্রীড়া সংগঠক ও বিভিন্ন স্পোর্টিং ক্লাবের কোচদের প্রতি আহ্বান জানান।
টুর্নামেন্টে এবার মোট আটটি দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫