ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান সফরের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
বাংলাদেশ-পাকিস্তান সফরের পূর্ণাঙ্গ সূচি

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

১১ মে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে পাকিস্তানের।

আগামি ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে  ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে, এর আগেই ১৪ এপ্রিল পাকিস্তান দল তাদের প্রথম দিনের অনুশীলন করবে। পরের দিন (১৫ এপ্রিল) তারা একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৬ এপ্রিল পাকিস্তান আবারো অনুশীলন করবে।

১৭ এপ্রিল প্রথম ওয়ানডে খেলে ১৮ এপ্রিল অতিথিরা ঐচ্ছিক অনুশীলন চালিয়ে যাবে। এরপর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে ১৯ এপ্রিল মাঠে নামবে পাকিস্তান। পরের দুই দিন (২০ ও ২১ এপ্রিল) তাদের ঐচ্ছিক অনুশীলন করার কথা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২২ এপ্রিল মাঠে নামবে পাকিস্তান। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে ডে-নাইট। দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। আর সব ওয়ানডে ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২৩ এপ্রিল ঐচ্ছিক অনুশীলনের পর দিন ২৪ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্ট্রেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি গড়াবে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষ করে আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি শেষে দুই দল চলে যাবে খুলনায় (২৫ এপ্রিল)। সেখানে তারা টেস্ট সিরিজে মুখোমুখি হবে। শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল সকাল ১০ টায় শুরু হবে প্রথম টেস্ট ম্যাচটি। এর আগের দুই দিন তারা অনুশীলন করবে।

৩ মে খুলনা থেকে ঢাকায় ফিরবে দুই দল। ৪ ও ৫ মে তারা অনুশীলন চালিয়ে যাবে।

৬ মে-১০ মে মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে আসার ব্যাপারে অনেক জল ঘোলা করে পিসিবি। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ থেকে ‍রাজস্ব আয়ের পঞ্চাশ শতাংশ দাবি করে বসে তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে সায় দেয়নি। এ কারণে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। পরবর্তীতে বিসিবি সফরবাবদ সম্পূর্ণ খরচ বহনে রাজি হওয়ায় ইতিবাচক মনোভাব দেখায় পিসিবি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।