ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সংবর্ধনার প্রথম পর্ব শুক্রবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
টাইগারদের সংবর্ধনার প্রথম পর্ব শুক্রবার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। অসাধারণ এই সাফল্যের জন্য দু’পর্বের সংবর্ধনা পাচ্ছে বিশ্বকাপে খেলে আসা বাংলাদেশ স্কোয়াড।

শুক্রবার (১০ এপ্রিল) প্রথম সংবর্ধনাটি দেবে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রিড়া সংগঠক পরিষদ।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় ক্রিড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল দশটা ১০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছাবেন ক্রিকেটাররা।   সন্ধ্যা ৭টা ১০ মিনিটের ফ্লাইটে তারা আবার ঢাকায় ফিরবেন।  

সাকিব আল হাসান ছাড়া জাতীয় দলের সব ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।   কলকাতা ‍নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে গত ২ এপ্রিল ভারতে চলে গেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

দুপুর ১টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিকাল তিনটায় ক্রিকেটার ও অতিথিদের অনুষ্ঠানস্থলে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।  

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি ও বিসিবি পরিচালকরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, নগর পুলিশ কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেসবাহ উদ্দিন ও স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠান আয়োজনে ব্যয় ধরা হয়েছে ৩৫-৪০লাখ টাকা। এ ব্যয়ভার বহন করবে স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ।

চট্টগ্রাম পর্ব শেষে আগামী শনিবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকার  মানিক মিয়া এভিনিউতে দেয়া হবে দ্বিতীয় সংবর্ধনা। ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে গেট পাশের জন্য টিকিটের ব্যবস্থা থাকছে। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হবে দুপুর আড়াইটায়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।