ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানে মহিলা দল পাঠানোর পরিকল্পনা বিসিবি’র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, এপ্রিল ১০, ২০১৫
পাকিস্তানে মহিলা দল পাঠানোর পরিকল্পনা বিসিবি’র

ঢাকা: পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   ফলে আগামী মাসে জাতীয় মহিলা দলকে পাকিস্তান সফরে পাঠানোর পরিকল্পনা রয়েছে বিসিবি’র।

  এ কথা জানিয়েছেন বিসিবির মহিলা উইংয়ের চেয়ারম্যান  এম এ আওয়াল বুলু।

শুক্রবার ধানমন্ডি মাঠে মহিলা প্রিমিয়ার লিগ ক্রিকেটের উদ্বোধণী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সামনে কতিপয় বন্দুকধারী  শ্রীলঙ্কার টিম বাসকে লক্ষ্য করে গুলি ও  গ্রেনেড ছুঁড়ে মারে। হামলায় ছয় পুলিশ সদস্য ও একজন ভ্যানচালক মারা যান। শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন আহত হন। এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ রয়েছে।

২০১২ সালে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে শেষ মূহুর্তে সিরিজ বাতিল করে বিসিবি। তবে এবার মহিলা দলকে পাঠানোর উদ্যোগ নিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।