ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজস্থানের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
রাজস্থানের টানা দ্বিতীয় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে তিন উইকেটে হারিয়েছে রাজস্থান রয়ালস। ইনিংসের শেষ বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে চার মেরে জয় নিশ্চিত করেন টিম সাউদি।

এর মধ্য দিয়ে আইপিএল’র এ আসরে টানা দ্বিতীয় জয় পেল রাজস্থান।

দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮৪ রান তোলে স্বাগতিকরা।

১৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে অজিঙ্কা রাহানে ও সাঞ্জু স্যামসন ওপেনিং জুটিতে পাঁচ ওভারে ৩৭ রান করেন। রাহানের ব্যাট থেকে আসে ৪৭ রান। মিডল অর্ডার ব্যাটসম্যান দিপক হুদার ৫৪ রানের (২৫ বল) ঝড়ো ইনিংসে ভর করে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান। পরে ম্যাচ সেরার পুরস্কার উঠে ভারতীয় ক্রিকেটার হুদার হাতে।

দিল্লির হয়ে দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির একাই চার উইকেট দখল করেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মায়ানাক আগারওয়াল ও শ্রেয়াস ইয়ার ৪৫ রানের পার্টনারশিপ গড়েন। আগারওয়াল ৩৭ ও শ্রেয়াস ৪০ রান করে আউট হন। চতুর্থ উইকেটে নামা যুবরাজ সিংয়ের ব্যাট থেকে আসে ২৭ রান। অধিনায়ক জেপি ডুমিনি (৪৪) ও ম্যাথিউসের ২৭ রানের অপরাজিত ইনিংসে তিন উইকেটে ১৮৪ রান করে দিল্লি।

রাজস্থানের হয়ে দক্ষিণ আফ্রিকান পেসার ক্রিস মরিস দু’টি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, এপ্রিল ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।