ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরের সেঞ্চুরি, ম্যাচের নিয়ন্ত্রণে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
সাব্বিরের সেঞ্চুরি, ম্যাচের নিয়ন্ত্রণে টাইগাররা ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সাব্বির রহমান সেঞ্চুরিতে ভালোই এগোচ্ছে বিসিবি একাদশ। ৮১ রানে চার উইকেট হারানোর পর চাপ সামাল দেন সাব্বির ও ইমরুল কায়েস।

সাব্বির ৮৪ বলে সাত চার ও ছয়টি ছক্কার মারে ঝড়ো সেঞ্চুরি তুলে নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৩৫ ওভার শেষে চার উইকেটে ১৯১ রান। সাব্বির ১১১ ও ইমরুল ৩২ রানে ব্যাট করছেন।

পাকিস্তানের দুই পেসার জুনায়েদ খানের বলে রনি (০) ও রাহাত আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তামিম (৯)। এরপর বোলিংয়ে নিষেধাজ্ঞা থেকে ফেরা সাঈদ আজমল উইকেটের খাতায় নাম লেখান। দলীয় ৪৫ রানের মাথায় এই ডানহাতি স্পিনারের বলে মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দি হন লিটন দাস (২২)।

দলীয় ৮১ রানের মাথায় ‌ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল হক (১২)।

এর আগে টস জিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ২৬৯ রানের লক্ষ্য বেধে দেয় পাকিস্তান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।

ভালো সূচনা করে বড় সংগ্রহের আভাস দিচ্ছিলো পাকিস্তান দলের দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। ওপেনিং জুটিতে ৬৬ রান যোগ করার পর মুক্তার আলীর বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন  আজহার।
 
তবে হারিস সোহেলকে সঙ্গে নিয়ে  বড় সংগ্রহে চোখ রাখেন হাফিজ। দলীয় ১৩০ রানের মাথায় শুভাগত হোম হারিস সোহেলকে (২৩) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন। আর দলীয় ১৮৫ রানে ব্যক্তিগত ৮৫ রান করে হাফিজ শুভাগত হোমের দ্বিতীয় শিকারে পরিণত হন।
 
এর পরই ভেঙ্গে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। । ১৮৫ থেকে ২০৩ রানে পৌঁছাতে পাঁচ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
 
ফাওয়াদ আলমের অপরাজিত ৬৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ২৬৮ রানের লড়াকু স্কোর গড়ে পাকিস্তান দল। দশম উইকেট জুটিতে ফাওয়াদ আলম ও সাঈদ আজমল যোগ করেন ৪০ রান। আজমল ১৬ রানে অপরাজিত থাকেন।

বিসিবি একাদশের হয়ে শুভাগত হোম তিনটি উইকেট দখল করেন। এছাড়াও মোহাম্মদ শহীদ, মুক্তার আলী, জুবায়ের হোসেন ও সোহাগ গাজী একটি করে উইকেট লাভ করেন।

উল্লেখ্য, বিসিবি একাদশে নাসির হোসেনের জায়গায় তামিম ইকবালকে নেওয়া হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ব পান মুমিনুল হক। নাসিরের না খেলা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলানিউজকে জানান, ‘নাসিরের ব্যাক আপ দলে আছে বলে তাকে খেলানো হয়নি। নাসিরের বদলে তামিমকে সুযোগ দেয়া হয়েছে। ’

বিসিবি একাদশে এই ম্যাচে রয়েছেন জাতীয় দলের পাঁচ ক্রিকেটার। এরা হলেন রনি তালকুদার, মুমিনুল হক, তামিম ইকবাল, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।