ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলকে সেঞ্চুরি উৎসর্গ করেছেন সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
দলকে সেঞ্চুরি উৎসর্গ করেছেন সাব্বির ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান দলকে বড়সর এক ধাক্কাই দিয়ে বসেছে বিসিবি একাদশ। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে মুমিনুল হকের দল।



জাতীয় দলের পাচঁ ক্রিকেটারসহ ওয়ানডে দল থেকে বাদ পড়া আল-আমিন, তাইজুল, ইমরুল কায়েসরাও ছিলেন বিসিবি একাদশে। সবাইকে ছাপিয়ে এদিন উজ্জল আলো জ্বালিয়েছেন বিশ্বকাপ তারকা সাব্বির রহমান।   মাত্র ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এ ব্যাটসম্যান।

এদিন আসল কাজটি করে গিয়েছিলেন সাব্বির রহমানই। ৮১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে নিয়ে গেছেন ২১৩ রান পর্যন্ত। আটটি বিশাল ছক্কা ও সাতটি চারের সাহায্যে শেষ পর্যন্ত করেন ১২৩ রান। তার সেঞ্চুরির কারণেই জয় পায় বিসিবি একাদশ।  

তবে ফতুল্লার সেঞ্চুরিটি একা নিজের কাছে রাখছেন না সাব্বির। পুরো দলকেই উৎসর্গ করেছেন অসাধারণ সেঞ্চুরিটি। ম্যাচ শেষে সাব্বির রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রস্তুতি ম্যাচ হলেও এটি আমার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয়ের কারণেই আমি বেশি খুশি। আমার সেঞ্চুরির দলের জন্য উৎসর্গ করলাম। ’

আগামী শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথমটি। সামনের ম্যাচগুলোতেও সাব্বিরের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে টাইগারভক্তরা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।