ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, এপ্রিল ১৯, ২০১৫
তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ দল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি।

রোববার (১৯ এপ্রিল) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণার কথা জানায় বিসিবি।

দলে জায়গা হয়নি বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার এনামুল হক বিজয়ের। শতভাগ ফিট হয়েও হারানো জায়গা ফিরে পেলেন না এই তরুণ ওপেনার। বিশ্বকাপের ইনজুরি কাটিয়ে শতভাগ ফিট হলেও তাকে দলে জায়গা দেয়নি ফারুক আহমেদের নির্বাচক প্যানেল। তবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তিনি দলে ফিরতে পারেন।

এর আগে গত ৮ এপ্রিল প্রথম দু’টি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করে বিসিবি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পান ওপেনার রনি তালুকদার।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আরাফাত সানি ও আবুল হাসান।

বাংলাদেশ সময়: ১০২১ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।