ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, মে ৩, ২০১৫
ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: খুলনায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট শেষে রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা পৌঁছেছে বাংলাদেশে ও ‍পাকিস্তান ক্রিকেট দল। উভয় দলই এখন টিম হোটেল সোনারগাঁয়ে অবস্থান করছেন।

দুই দলের ঢাকায় পৌঁছার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট দলের লিয়াঁজো‍ অফিসার ফাহিম মুনতাসির সুমিত।

এর আগে সকাল সাড়ে ৮টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে খুলনা নগরীর সিটিইন হোটেল থেকে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে বিমানযোগে বেলা সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা।

পাকিস্তান সিরিজের একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে খুলনায়। বাংলাদেশের লাকিভেন্যু হিসেবে খ্যাত শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র করে বাংলাদেশ দল। ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত পাকিস্তানের দিকে ম্যাচ হেলে পরলেও ম্যাচের শেষ দুই দিন অসাধারণ ক্রিকেট খেলে চালকের আসনে থেকে ম্যাচ ড্র করে টাইগাররা।
 
ফলে ওয়ানডে, টি-টোয়েন্টির পর প্রথম টেস্টেও সফররত পাকিস্তান দলকে জয়হীন অনুভূতি নিয়েই খুলনা ছাড়তে হয়েছে। ড্র ম্যাচেও জয়ের সমান আনন্দ নিয়ে ঢাকা ফিরেছে বাংলাদেশ দল।

আগামী ৬ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘন্টা, মে ০৩, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ