ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ছয় রানে হারিয়ে আগামী চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলার আশা বাঁচিয়ে রাখলো সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের দেয়া ১৬৪ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে দিল্লি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানেই শ্রেয়াস আইয়ারেকে হারালেও অন্য ওপেনার কুইন্টন ডি ককের ঝড়ো হাফ সেঞ্চুরিতে দারুণ জবাব দেয় দিল্লি। তবে ৩১ বলে নয় চার ও একটি ছয়ে ৫০ রান করার পর ডি কক আউট হলে দ্রুত অধিনায়ক জেপি ডুমিনি ও বাজে ফর্মে থাকা যুবরাজ সিংও প্যাভিলিওনে ফিরে গেলে বিপাকে পড়ে দলটি।
কিন্তু পঞ্চম উইকেট জুটিতে কেদার জাদভ ও সৌরভ তিওয়ারি ৯১ রানের জুটি গড়লে খেলায় আবারো ফিরলেও শেষ দিকে হায়দ্রাবাদ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছয় রানেই হারতে হয় দলটিকে।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত থাকেন মইসেস হেনরিকেস। তিনি ৪৬ বলে এক চার পাঁচ চারে তার ইনিংসটি সাজান। এছাড়া ২২ রান আসে ইয়ন মরগানের ব্যাট থেকে।
নিজেদের ১১ ম্যাচে ছয় জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এলো হায়দ্রাবাদ। প্রথম তিনটি অবস্থানে আছে কোলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রাজ্যস্থান রয়েলস। টেবিলের শীর্ষ চারটি দল চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহন করে।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ১০, ২০১৫
এমএমএস