ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ড্র’তে শেষ দ্বিতীয় রাউন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ১০, ২০১৫
ড্র’তে শেষ দ্বিতীয় রাউন্ড

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দু’টি ম্যাচই নিষ্প্রান ‘ড্র’ হয়েছে। রোববার (১০ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ও ওয়ালটনের মধ্যকার ম্যাচটি ড্র হয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে ইসলামী ব্যাংক ও বিসিবি নর্থ জোনের ম্যাচটিও ড্র হয়েছে।
 
ফতুল্লায় প্রথম ইনিংসে প্রাইম ব্যাংক সাউথ জোনের চেয়ে ১২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়ালটন সেন্ট্রাল জোন। চতুর্থ ও শেষ দিনের খেলা শেষে তারা চার উইকেটে ৬৯ রান তোলার পর ম্যাচটি ড্র হয়ে যায়।
 
সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসে করা ৪১৩ রানের জবাবে ৫৪১ রানে প্রথম ইনিংস শেষ হয় সাউথ জোনের। আগের দিনের আট উইকেটে ৫৩৮ রান নিয়ে চতুর্থ দিনের সকালে ব্যাটিংয়ে নামে সাউথ জোন। এ দিন মাত্র ৩ রান যোগ হতেই শেষ দুই উইকেট হারায় তারা।
 
চট্টগ্রামে অনুষ্ঠিত অপর ম্যাচটিও প্রায় একই রকম বাস্তবতায় ‘ড্র’ হয়। প্রথম ইনিংসে বিসিবি নর্থ জোনের চেয়ে ৮৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১০৬ রান তোলার পর দু’দল ম্যাচটি ড্র মেনে নেয়।  
 
প্রথম ইনিংসে ইস্ট জোনের করা ৪৭৩ রানের জবাবে ৩৮৪ রানে শেষ হয়েছিল নর্থ জোনের প্রথম ইনিংস।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘন্টা, মে ১০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।